ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পাঁচগ্রামে যুব ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ ভ্রমণে পরিষদের সদস্যরা ও উপদেষ্টাবৃন্দ অংশগ্রহণ করেন।
পাঁচগ্রাম যুব ও সমাজ উন্নয়ন পরিষদ একটি মানবিক সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাঁচটি গ্রামের একঝাঁক উদ্যমী তরুণ মিলে গঠন করেছেন 'পাঁচগ্রাম যুব ও সমাজ উন্নয়ন পরিষদ' নামের এই মানবিক সংগঠনটি। এ সংগঠনটির বয়স বেশিদিন না হলেও এর কার্যক্রম চোখে পরার মতো। ইতিমধ্যে বিভিন্ন মানবিক কাজের উদাহরণ রেখে মানুষের মন জয় করে নিয়েছেন সংগঠনের সদস্যরা।
এই সংগঠিত সদস্যরা আগত দিনের লক্ষ্য নির্ধারণ করে কাজ করে যাচ্ছেন। নির্ধারিত কাজের মধ্যে অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয়, সমাজের ক্ষতিকর হবে এমন কাজ করা থেকে নিজেকে মুক্ত রাখা এবং অন্যকে বিরত রাখা, গ্রামের সকল স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বাৎসরিক উপবৃত্তি প্রদান করা অন্যতম। এছাড়া রয়েছে- স্কুল-কলেজ থেকে ঝরে পরা ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে ফিরিয়ে আনার প্রচেষ্টা, গরিব-দুঃখী মানুষের জন্যে উন্নয়নমূলক কিছু করে দেয়া।
আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয় কুইজ প্রতিযোগিতা, ফুটবলখেলা ব্লডগ্রুপিং ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আনন্দঘন আড্ডার আয়োজন করা হয়। পরিষদের নেতৃবৃন্দ জানান, এ ধরনের অনুষ্ঠান যুবসমাজকে একত্রিত করে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
মন্তব্য করুন