ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একযোগে অভিযানে ১৮টি বরফ কল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।
এসময় উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে আমরা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করছি। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন বৃদ্ধি পায়।
মন্তব্য করুন