নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাক প্রতিবন্ধী ষোড়শিকে ওরশ থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক লম্পট। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)।
জানা গেছে, ওই মেয়ে রাতের দিকে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। ওইখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটির মা অভিযোগ করেন, অনেক কাকুতি করেও ধর্ষণের হাত থেকে বাচঁতে পারেনি তার প্রতিবন্ধি মেয়েটি।
ঘটনার পর কিশোরী বাড়ি ফিরে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, শুক্রবার তারা একটি অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বলেন, এই মুহূর্তে দেশে এমন ঘটনা ঘটবে আমরা কখনো আশা করিনি আমরা অভিযুক্ত আসমত আলীর ফাঁসির দাবি জানাই। অভিযুক্তকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এলাকাবাসীর মধ্যে মানবিক সংগঠনের কাজে সব সময় এগিয়ে আসা সেলিম মিয়া বলেন, আমরা আসামি আসমত আলীকে অতি দ্রুত গ্রেফতার। শাস্তি ৯০ দিনের মধ্যে কার্যকর করার দাবি জানাচ্ছি।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, অলরেডি আসামী গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন