প্রিন্টের তারিখঃ 11 January 2026 ইং | প্রকাশের তারিখঃ Dec 5, 2025 ইং

আজ হচ্ছে না, পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা পিছিয়ে গেল। আজ তাকে নেয়া হচ্ছে না বলে জানা গেছে। বরিবার বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। কারিগরি ত্রুটির কারণে আজ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলেও জানান মির্জা ফখরুল। 

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছতে পারে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আসবে।

তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করবেন।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ইনসাইট