প্রিন্টের তারিখঃ 11 January 2026 ইং | প্রকাশের তারিখঃ Nov 21, 2025 ইং

২২ তারিখ এডভোকেট এম এ মান্নানের জনসমাবেশ ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত

আসন্ন ২২ তারিখের মহাসমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এডভোকেট এম এ মান্নানের উপস্থিতি ঘিরে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রস্তুতির চিত্র।

সমাবেশ সফল করতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা করেছেন। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থল। একইসঙ্গে স্থানীয় তরুণ কর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন সমাবেশকে কেন্দ্র করে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এডভোকেট এম এ মান্নানের এমন বড় আয়োজন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা বলেন, “২২ তারিখের জনসমাবেশ হবে আমাদের ঐক্যের প্রতীক। আমরা সবাই অপেক্ষায় আছি মান্নান সাহেবকে বরণ করে নেওয়ার।”

সমাবেশকে সফল ও সুশৃঙ্খল করতে স্বেচ্ছাসেবক দলও সংগঠিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেও কাজ চলছে।

সব মিলিয়ে ২২ তারিখের জনসমাবেশকে ঘিরে পুরো এলাকায় এখন এক ধরনের প্রত্যাশা ও উৎসাহ বিরাজ করছে। নেতাকর্মীদের বিশ্বাস—এ জনসমাগম হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক উপস্থিতির একটি।







© সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ইনসাইট