প্রিন্টের তারিখঃ 11 January 2026 ইং | প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদের’ চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে। এই সনদে অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত ৮৪টি প্রস্তাব, যা গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে।

ঐকমত্য কমিশনের সূত্র জানিয়েছে, আজ যে সনদটি পাঠানো হচ্ছে, সেটি মূলত ১১ সেপ্টেম্বর পাঠানো খসড়ার সংশোধিত ও ভাষাগতভাবে পরিমার্জিত সংস্করণ। মূল বিষয়বস্তু বা প্রস্তাবে কোনো পরিবর্তন করা হয়নি।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রায় তিন হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে।

৩০টি রাজনৈতিক দল ও জোটকে সনদে স্বাক্ষরের আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও শেষ পর্যন্ত সব দল এতে সই করবে কি না, তা এখনো অনিশ্চিত।



© সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ইনসাইট