প্রিন্টের তারিখঃ 11 January 2026 ইং | প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুলিশ

পবিত্র কোরআন অবমাননা ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর তার নিজের বাসা থেকে আটক করা হয়। তবে কোথায় থেকে আটক করা হয় তা বিস্তারিত জানা যায়নি।

এর আগে অপূর্ব পাল ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করেন। পরে একদল ছাত্র-জনতা রাতে তার বাসার নিচে গিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ দেখায়। রাত দেড়টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবিতে দেখা যায়, অপূর্ব পালের বাসার নিচে পুলিশের সঙ্গে তিনি আছেন। তবে বাসার বাহিরে একদল উত্তেজিত ছাত্র-জনতার বিক্ষোভের কারণে তাকে সেখান থেকে বের করতে পারেনি পুলিশ।

তাকে আটকের ছবি ফেসবুকে পোস্ট করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেহনাজ লেখেন, কোরআন অবমাননার ঘটনার আপডেট! অপূর্ব পালের বাসার নিচে ছাত্ররা ঘেরাও করেছে, পুলিশ এসে তাকে এরেস্ট করেছে! এখন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ইনসাইট