ঢাকা, ১৩ আগস্ট ২০২৫
— সম্প্রতি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে
নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তবে নিয়োগের শর্ত
ও প্রক্রিয়া ঘোষণার পর থেকেই নানা
অভিযোগ উঠছে।
বিশ্ববিদ্যালয়ের
অভ্যন্তরীণ ও বহিরাগত কয়েকটি
সূত্রের দাবি, নির্দিষ্ট পদে নিয়োগ নিশ্চিত
করার জন্য প্রার্থীদের কাছ
থেকে মোটা অঙ্কের অর্থ
দাবি করা হচ্ছে। অভিযোগকারীদের
ভাষ্যে, এসব লেনদেনের বিষয়ে
ভিসি অবগত আছেন এবং
কিছু ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করেছেন।
একজন
নাম প্রকাশে অনিচ্ছুক প্রার্থী বলেন,
“যোগ্যতা
থাকা সত্ত্বেও সুযোগ পাওয়া যাচ্ছে না। যাদের ‘সুপারিশ’
আছে বা নির্দিষ্ট পরিমাণ
অর্থ দিতে পারছে, তারাই
সুযোগ পাচ্ছে।”
অভিযোগের
বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা
দাবি করেন,
“নিয়োগ
প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং সরকার নির্ধারিত
বিধি মেনেই চলছে। অর্থ লেনদেন বা
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন।”
শিক্ষা
ও প্রশাসনিক সুশাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অভিযোগ
গুরুতর। যদি প্রমাণিত হয়,
তবে এটি দুর্নীতি দমন
কমিশন (দুদক)-এর তদন্ত সাপেক্ষ
অপরাধ।
শিক্ষার্থী
ও শিক্ষক সমাজ দ্রুত তদন্ত
কমিটি গঠন এবং অভিযোগের
সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন। তাদের
মতে, “বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও ন্যায়সংগত নিয়োগ
নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ
নেওয়া জরুরি।